দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ বছরের জুলাইয়ে হামবুর্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১১ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এই তথ্য জানানো হয়। এক তথ্যে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর বৈঠকের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সের্গেই লাভরভ আরও জানিয়েছেন, তিনি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী জুলাই মাসের নির্ধারিত দুই প্রেসিডেন্টের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন।
সের্গেই লাভরভ বলেছেন, দুই প্রেসিডেন্টের মধ্যে ইতিমধ্যেই টেলিফোনে আলোচনা হয়েছে। জুলাই মাসে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক করার বিষয়ে তারা একমতও হয়েছেন।