দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উড়ন্ত গাড়ি তৈরি করতে কাজ করছেন এমন একদল প্রকৌশলীকে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা।
টয়োটা বলেছে যে, তারা এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৫ কোটি ইয়েন দিবে; এই প্রকল্পে যা ২ লাখ ৭৪ হাজার পাউন্ডের সমতূল্য। স্কাইড্রাইভ নামের এই গাড়ি তৈরির জন্য কাজ করে চলেছেন ৩০ জন স্বেচ্ছাসেবী প্রকৌশলী।
নতুন প্রযুক্তির এই গাড়িতে ব্যবহৃত হবে ড্রোন প্রযুক্তি। এতে থাকবে ৩টি চাকা ও ৪টি রোটার বা প্রপেলর- যেমন আজকাল ড্রোনগুলোতে দেখা যায়। এটি হবে সাড়ে ৯ ফিট লম্বা ও চওড়ায় হবে সাড়ে ৪ ফিটের কিছু কম। মাটি হতে ১০ মিটার ওপর দিয়ে উড়তে পারবে এই উড়ন্ত গাড়ি। এই গাড়ির গতি হবে সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৬২ মাইল।
বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পের স্বেচ্ছাসেবী প্রকৌশলীরা আশা প্রকাশ করেছেন যে, ২০২০ সালে টোকিওর গ্রীষ্মকালীন অলিম্পিকে মশাল প্রজ্জ্বলনের জন্য এই উড়ন্ত গাড়িটি ব্যবহার করা হবে।