দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ব্রিটেনের নির্বাচন। স্টিফেন হকিং কাকে ভোট দেবেন? এই প্রশ্ন এখন বিশ্বময়। কারণ বিশ্বখ্যাত এই বিজ্ঞানীকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহের যেনো শেষ নেই।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, লেবার নেতা জেরেমি করবিনকেই তিনি ভোট দেবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এর খবর হতে এই তথ্য জানা যায়।
আজ (৮ জুন) ব্রিটেনের সাধারণ নির্বাচনের র্নিধারিত তারিখ রয়েছে। ধারাবাহিক বোমা হামলা সত্ত্বেও ওই দিনই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বশেষ সংবাদে জানা যায়।
নির্বাচন নিয়ে ব্রিটেনে চলছে নানা সমিকরণ। তবে খ্যাতিমান ব্যক্তিদের নিয়ে বেশি লেখালেখি হয়ে থাকে। জানা গেছে, করবিনের প্রতিও তেমন একটা আস্থাশীল নন স্টিফেন হকিং। তার পরও তিনি লেবার পার্টিকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেনোনা রক্ষণশীলরা আরও ৫ বছর থাকলে সেটা জনসেনা, স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশ্নে বুমেরাং হতে পারে বলেই মনে করেন বিশ্বখ্যাত এই বিজ্ঞানী স্টিফেন হকিং।
লেবার নেতা জেরেমি করবিনকে নিয়ে হকিং তার মনোভাব প্রকাশ করেন ঠিক এভাবে: ‘তার হৃদয় ঠিক অবস্থানেই রয়েছে। তার নীতিগুলোও যথাযথ। তবে সমস্যা একটা রয়েছে। তিনি নিজের পরিচয়েই উগ্র বামপন্থী হিসেবে স্বীকৃতি চান।’
পদার্থ-জ্যোতির্বিদ্যায় বিপুল অবদান রাখা বিশ্বখ্যাত এই বিজ্ঞানী হকিং মন্তব্য করেছেন, রক্ষণশীলদের জয় হয়তো জনসাধারণের জন্য দুর্যোগ ডেকে আনতে পারে।