দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসুসের নতুন ফোন ‘জেনফোন এআর’ উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। আসুসের এই নতুন ফোনে থাকছে ৮ জিবি র্যাম!
জানা গেছে, এ মাসের ১৪ তারিখে তাইওয়ানে এই ফোন উন্মুক্ত করা হবে বলো জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন হ্যান্ডসেট জেনফোনের একটিতে থাকছে ৮ জিবি র্যাম। একই সিরিজের আরেকটি ফোনে রয়েছে ৬ জিবি র্যাম।
জেনফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮২১ সিপিইউ এবং ট্যাংগোর ট্রাই-ক্যামেরা সেটাপ যা ত্রিমাত্রিক স্থান হতে ফোনটি অবস্থান শনাক্ত করতে সক্ষম। ফোনটিতে আরও রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির ডব্লিউএইচডি ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে আরও রয়েছে ৩৩০০ এমপিআর ব্যাটারি।
জনপ্রিয় এই হ্যান্ডসেটটি এই বছরের জানুয়ারী মাসে ভেগাসের সিইএস-এ উন্মুক্ত করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তবে ট্যাংগো অ্যাপটি ‘লেনেভো ফ্যাব টু প্রো’ ব্যবহারকারীদের মন জয় করতে না পারায় আসুস জেনফোনটি বাজারে আনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে আসছে। যে কারণে বিলম্বে উন্মুক্ত করা এই ফোনটিতে খুব সহজেই অধিক ট্যাংগো অ্যাপ ব্যবহার করতে পারবে বলে খবরে জানানো হয়েছে।