দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যালিফোর্নিয়ার স্যান হোসে কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) অ্যাপল তাদের নতুন ডিভাইস ‘হোমপড’ উন্মুক্ত করেছে। এই স্মার্ট স্পিকারটি দূর থেকেও চালানো যাবে।
আইপডের মতোই এটি সাড়া ফেলবে এমন দাবি করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তিনি মনে করেন, অ্যাপল তাদের নতুন ডিভাইস ‘হোমপড’ সাড়া ফেলবে।
লম্বা ও ডিম্বাকার ৭ ইঞ্চি আকারের এই স্মার্ট স্পিকারটি ভার্চুয়াল সহকারী সিরির সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে রয়েছে একাধিক শক্তিশালী মাইক্রোফোন। যে কারণে গান চলা অবস্থায় ভয়েস কমান্ড সহজেই বুঝতে পারবে স্মার্ট এই ডিভাইসটি!
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, এই নতুন স্পিকারটির মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা উন্নতমানের সাউন্ড সুবিধা পাবেন। বলা হয়েছে, অ্যাপলের মিউজিক অ্যাপ স্পিকারটির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, অ্যাপল মিউজিকে থাকা সব গানই শোনা যাবে হোমপডের সাহায্যে!