দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বোম্বের সুপার-ডুপার হিট নায়ক শাহরুখ খান। তামাম বিশ্বের মানুষের একজন জনপ্রিয় তারকা। সিনেমায় শাহরুখ কত ভিলেনকেই না কুপকাত করেছেন। কিল-ঘুসি আর উত্তম মাধ্যম দেওয়ার কত দৃশ্যই না সকলের মুখস্ত। কিন্তু সেই হিরো শাহরুখ খান এবার দীপিকার ঘুসি খেলেন!
আসলে এই দৃশ্যটি বাস্তবে না হলেও সিনেমাতে খুব একটা দেখাও যায় না। দৃশ্যটি এমন, একজন শাড়ি পরা সুন্দরী বীর দর্পে পেটাচ্ছেন দুই পুরুষকে! তাও আবার অনেকগুলো মানুষের সামনে! এরকম একটি দৃশ্যে শ্যুটিং করছিলেন দীপিকা পাডুকোন। সিনেমাটির নাম ‘চেন্নাই এক্সপ্রেস’, রোহিত শেঠী পরিচালিত সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে ২৬ মে।
সিনেমার ওই দৃশ্যে শাহরুখের মুখে ঘুসি মারছিলেন দীপিকা। শাহরুখের নাক দিয়ে ঝরছিলো রক্ত। আর দীপিকাকে শট বোঝাতে গিয়ে কয়েকটি ঘুসি হজম করেন পরিচালক রোহিত শেঠীও!
বলিউড কিং শাহরুখের সহ-অভিনেত্রী হিসেবে সুযোগ পেয়ে ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয়ে প্রশংসিত হওয়ার হয়ে ‘বিল্লু’ ছবিতে অভিনয়ের পর তৃতীয়বারের মতো বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করলেন দীপিকা। মুম্বাই থেকে রামেশ্বয়ারাম ভ্রমণে একজন মানুষের পথের মাঝে ঘটা সব বিচিত্র অভিজ্ঞতা নিয়ে গড়ে উঠেছে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার মূল কাহিনী। জানা গেছে, এ বছরের ৮ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ছবিটির প্রযোজনা সংস্থা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। তথ্যসূত্র: বিডিপ্রেসডটনেট