দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের সেন্সরে জমা পড়েছে ফেরদৌস-মিম অভিনীত টালিউডের ‘ইয়েতির অভিযান’ চলচ্চিত্রটি। এই ছবিটি ইতিমধ্যেই কোলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করেছেন কোলকাতার ‘ইয়েতির অভিযান’ নামে চলচ্চিত্রে। টলিউডের এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই কোলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সৃজিত মুখার্জি পরিচালিত এই চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানি করা হয়েছে। সম্প্রতি এই চলচ্চিত্রটি বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খুব শীঘ্রই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে এই চলচ্চিত্রটি।
জানা গেছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে ফেরদৌস-মিম ছাড়াও অভিনয় করেছেন কোলকাতার প্রসেনজিৎ চ্যাটার্জি।