দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসুসের নতুন নোটবুক দেশের বাজারে পাওয়া যাচ্ছে। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আসুস ব্র্যান্ড এর ভিভোবুক এস সিরিজের নতুন এই নোটবুক।
জানা গেছে, আসুসের ভিভোবুক এস ১৪ মডেলটির ওজন ১.৩ কেজি। অপরদিকে ভিভোবুক এস ১৫ মডেলটির ওজন ১.৭ কেজি।
ন্যানো এজ ডিসপ্লে সমৃদ্ধ ভিভোবুক এস সিরিজের বডি টু ডিসপ্লে রেশিও হচ্ছে ৮০ শতাংশ।
জানা গেছে, ইন্টেলের সর্বশেষ অষ্টম প্রজন্মের প্রসেসর ব্যবহারকৃত নোটবুক দুটোতে রয়েছে এনভিডিয়া এমএক্স ১৫০ গ্রাফিক্স কার্ড ও ১ টেরা বাইট পর্যন্ত হার্ডডিক্স এবং ১২৮ জিবি এসএসডি।
এতে উন্নতমানের ব্যাকলিড কি-বোর্ড, ইউএবি ৩.১, ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই এডাপ্টার এবং ফিঙ্গার প্রিন্ট স্ক্যাণার রয়েছে। দামও সাধ্যের রয়েছে মধ্যেই, অষ্টম প্রজন্মের প্রসেসরযুক্ত এই ভিভোবুক এস সিরিজের দাম শুরু হয়েছে ৫৭,০০০ টাকা হতে।