The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অতিরিক্ত সিম বন্ধের সময় দুই মাস বাড়ানো হলো

১৫টির বেশি মোবাইল সিম কার্ড নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৮ এর মধ্যে বন্ধ করতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক আইডিতে ১৫ এর অধিক সিম রাখলে সেটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সময় বেধে দিলেও সেটি আবার বাড়ানো হয়েছে দুই মাসের জন্য।

অতিরিক্ত সিম বন্ধের সময় দুই মাস বাড়ানো হলো 1

একজন মোবাইল ফোন ব্যবহারকারীর নামে ১৫টির বেশি মোবাইল সিম কার্ড নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৮ এর মধ্যে বন্ধ করতে হবে। গ্রাহককে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম বন্ধের এই কাজটি করতে হবে। অতিরিক্ত সিম বন্ধের শেষ সময় ছিল গত ৩১ ডিসেম্বর ২০১৭। এখন সেটি দুই মাস বাড়ানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেন, কমিশন অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে একজন গ্রাহকের ১৫টির বেশি সিম থাকার কোনো প্রয়োজন নেই। তবে সময়ে সময়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। তবে গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে এই সময় বাড়ানো হয়েছে দুই মাস।

৫ ডিসেম্বর বিটিআরসির এক নির্দেশনায় বলা হয়, ১৫টির বেশি সিম থাকলে তা ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ করতে হবে। এতে আরও বলা হয় যে, গ্রাহক ওই সময়ের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্ত সিম নিষ্ক্রিয় না করলে কমিশন পরে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে সেগুলোর নিবন্ধন বাতিল বা বন্ধ করে দেবে। সে ক্ষেত্রে গ্রাহকের প্রয়োজনীয় সিমও বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয় ওই নির্দেশনায়। এসব নির্দেশনা প্রিপেইড সিমের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

২০১৬ সালের ২০ জুন গ্রাহকপ্রতি সর্বোচ্চ ২০টি সিম রাখা যাবে বলে বিটিআরসি সীমা বেঁধে দেয়। গত বছরের আগস্টে তা আরও কমিয়ে ৫টি করা হয়েছিল। এরপর ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে গত ২৪ অক্টোবর গ্রাহকপ্রতি সর্বোচ্চ ১৫টি সিম কিংবা রিম রাখার সুযোগ দেয় বিটিআরসি।

একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতোটি সিম নিবন্ধিত রয়েছে, তা দুটি পদ্ধতিতে জানতে পারবেন। মোবাইল ফোন হতে *১৬০০১# নম্বরে ডায়াল করলে ফিরতি বার্তায় গ্রাহকের তার নিজের এনআইডির শেষ চার সংখ্যা জানতে চাওয়া হবে। তখন তা লিখে পাঠালে ফিরতি খুদে বার্তায় ওই গ্রাহকের নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া এনআইডি নম্বরের শেষ চার সংখ্যা বা ডিজিট লিখে ১৬০০১ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম সংখ্যা জানতে পারবেন।

উল্লেখ্য, বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় সিম সংখ্যা হলো ১৪ কোটি ৩১ লাখ।

Loading...