ঈশ্বরদী থেকে ডা: আনোয়ারুল ইসলাম ॥ আজ গভীর রাতে ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল মিলের সামনের মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় সেখানে রাখা ৩টি গাড়িও পুড়ে গেছে।
জানা গেছে, আজ রাত ৩টার দিকে ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল মিলের সামনের মার্কেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এই সময় আগুনে ১টি তুলার দোকান ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় সেখানকার গ্যারেজে রাখা ২টি প্রাইভেট কার ও ১টি মাইক্রো হাইচ গাড়িও পুড়ে গেছে।
ওই মার্কেটিতে বেশ কয়েকটি দাহ্য পদার্থের দোকান থাকায় আগুনের লেলিহান শিখা খুব দ্রুত ছড়িয়ে পড়ে যে কারণে স্থানীয় দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করলে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দু ঘণ্টা সময় লাগে আগুন নেভাতে, দমকল কর্মীরা ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখানকার ভলকানাইজিং এর দোকান থেকে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।