দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সর্বোচ্চ রান করেও শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো বাংলাদেশের ক্রিকেট দলকে। ১৯৪ রানের লক্ষ্য ভেদ করেছে শ্রীলংকা।
সর্বোচ্চ রান করেও পরাজয় ঘটলো বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বেশ ভালো নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল। সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১৯৩ রান। তবে এই বড় সংগ্রহের পরও পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। মাত্র চার উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ৬ উইকেটের সহজ জয় দিয়ে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে রইলো লঙ্কানরা।