দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল বিস্ফোরণের কথা মাঝে-মধ্যেই শোনা যায়। এবার সেলফোন বিস্ফোরনে প্রাণ দিতে হলো তরুণীকে!
এমন একটি ঘটনা ঘটেছে ভারতে। সেখানে সেলফোন বিস্ফোরণে এক তরুণী মারা গেছেন। ভারতের ওড়িশ্যা রাজ্যের খেরিয়াকানি গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। ১৮ বছর বয়সী ওই তরুণী নাম উমা ওরাম।
জানা যায়, দুপুরের খাবার শেষে উমা সেলফোনে কল করতে গিয়ে দেখেন যে, তার সেটে চার্জ নেই। তিনি এটি চার্জে দিয়ে একজনের সঙ্গে কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গে ফোনটি বিস্ফোরিত হয়। তিনি তাৎক্ষণাত আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইনে প্রকাশিত ছবিতে ফোনটিতে নকিয়া লোগো দেখা গেছে। ধারণা করা হচ্ছে যে, এটি নকিয়া-৫২৩৩ মডেলের একটি ফোন। এই মডেলটি ২০১০ সালে বাজারে আসে।
এতো পুরাতন মডেলের একটি ফোন কী কারণে বিস্ফোরিত হলো সেটি এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে যে, ফোনটির ব্যাটারি উত্তপ্ত হয়ে এমন বিস্ফোরণ ঘটেছে।
উল্লেখ্য, ইতিপূর্বেও বিশ্বের অনেকস্থানে সেলফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইফোন, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনেও বিস্ফোরণের ঘটনার খবর আসে।