দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার উবার তাদের অ্যাপের মধ্যে ভিডিও বিজ্ঞাপন প্রদর্শন করবে। চলতি সপ্তাহেই প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিজ্ঞাপন প্রদর্শন শুরু হবে বলে জানানো হয়েছে।
এক খবরে বলা হয়, ব্যবহারকারীরা যখন কোনো রাইডের জন্য অপেক্ষা করতে থাকবেন ও ভ্রমণ চলমান থাকবে তখনই এই বিজ্ঞাপন দেখানো হবে। শুধু রাইড শেয়ারিংই নয়, উবার ইটসে অর্ডার দেওয়ার পর, সার্চ রেজাল্ট ও অন্যান্য অংশেও এই বিজ্ঞাপন দেখানো হবে।
এমনকি কিছু উবার কারের মধ্যে রাখা ট্যাবলেটেও এই বিজ্ঞাপনটি প্রদর্শিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং অন্যান্য বাজারগুলোতেও চলতি বছরের শেষ নাগাদ এই ভিডিও বিজ্ঞাপন চালু করা হবে। ২০১৯ সাল হতে উবার ইটসে ও গত বছর থেকে রাইড শেয়ারিং সেবায় স্ট্যাটিক বিজ্ঞাপন দেখানো শুরু করেছে উবার।
২০২৪ সাল নাগাদ কোম্পানিটি বিজ্ঞাপন থেকে এক বিলিয়ন ডলার আয় করতে চায়। স্বাভাবিকভাবেই ভিডিও বিজ্ঞাপনের সাউন্ড মিউট (বন্ধ) থাকবে ও চলবে সর্বোচ্চ ৯০ সেকেন্ড পর্যন্ত। তবে ব্যবহারকারী তার অ্যাপে প্রদর্শিত বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন কিনা সেটি অবশ্য এখনও পরিস্কার করা হয়নি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।