The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

স্টিফেন হকিং এর তথ্য: ব্যাকটেরিয়াদের আমরা যেভাবে দেখি, এলিয়েনরাও সেভাবেই আমাদের দেখে!

Professor of mathematics at Cambridge University Stephen W. Hawking discusses theories on the origin of the universe in a talk in Berkeley, California, March 13, 2007. REUTERS/Kimberly White (UNITED STATES) - RTR1NFXQ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যাকটেরিয়াদেরকে আমরা যে দৃষ্টিতে দেখি, এলিয়েনরাও আমাদের ঠিক সেই দৃষ্টিতেই দেখতে পারে- এমন তথ্য দিয়েছেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং।

Professor of mathematics at Cambridge University Stephen W. Hawking discusses theories on the origin of the universe in a talk in Berkeley, California, March 13, 2007. REUTERS/Kimberly White (UNITED STATES) - RTR1NFXQ

স্টিফেন হকিং বলেন, একদিন আমরা হয়তো এরকম কোন গ্রহ হতে সিগন্যাল পেতে পারি। তবে ওই সিগন্যালের জবাব দেওয়ার বিষয়টি ভালো করে ভেবে দেখতে হবে। তবে ভিনগ্রহীদের কাছে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন এই বিশ্বখ্যাত বিজ্ঞানী। ভিনগ্রহীদের সভ্যতাগুলো যে আমাদের চেয়ে অনেক উন্নত, তাই তাদের দিক হতে বিপদ আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তাই প্রয়োজন ছাড়া অযথা আগ বাড়িয়ে বিপদ ডেকে না আনার জন্যই বললেন এই ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।

বিজ্ঞানী স্টিফেন হকিং মানুষের চেয়ে উন্নত কোনো সভ্যতার সঙ্গে যোগাযোগকে তিনি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সঙ্গেই তুলনা করেছেন! কারণ হলো ইউরোপীয়দের সংস্পর্শ আমেরিকার আদিবাসীদের জন্য মোটেই সুখকর ছিল না। একটি অনলাইন ফিল্মকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই মত তুলে ধরেন স্টিফেন হকিং।

উল্লেখ্য, অনলাইন ওই ফিল্মটিতে এসএস-হকিং নামের একটি কাল্পনিক মহাকাশযানে করে মহাবিশ্বের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাওয়া হয় দর্শকদের। ১৬ আলোকবর্ষ দূরের একটি গ্রহে নাকি এরকম বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা রয়েছে!

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali