দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন ভিডিও সম্পর্কে আসিফ নিজেই বলেছেন, লজ্জা-শরম কোরবানি করতে হয়েছে ভিডিওটি বানাতে গিয়ে। আসিফের নতুন ওই ভিডিও গান আসছে খুব শীঘ্রই।
গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। চলতি বছরে বেশ কিছু নতুন গান শ্রোতাদের উপহার দিয়েছেন, আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। গানের শিরোনাম হলো ‘লুকোচুরি’।
সম্প্রতি রাজধানীর পুবাইলে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। এই গানটিতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান।
আসিফের সঙ্গে প্রথমবার গানে মডেল হয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াংকা। আসিফ আকবরের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে প্রিয়াংকা বলেছেন, ‘সংগীত জগতের অনেক বড় তারকা আসিফ আকবর। তাঁর গানের মডেল হতে পেরে অনেক ভালো লাগছে। আসিফ ভাইয়া অনেক হেল্পফুল ও ভালো মনের মানুষ। আশা করছি তাঁর সঙ্গে গানের ভিডিওটি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।এখন ভিডিওটির মুক্তির অপেক্ষায় রয়েছি।’
গানটির ভিডিওর গল্প প্রসঙ্গে আসিফ আকবর বলেছেন, ‘গভীর ঘুমে স্বপ্ন দেখতে থাকি। এমন সময় ঘুমের মধ্যে চলে আসে এক ডানাকাটা পরী। পরীর সৌন্দর্যে পাগলপারা হয়ে ছুটে বেড়াই তার পিছু পিছু। কল্পনার রাজ্যে চলে নাচ-গান-প্রেম ও লুকোচুরি। স্বপ্নের প্রেম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই যেনো উবে যায়। তবে এরপরও আমার নায়িকা প্রিয়াঙ্কা আমাকে ঘোরের মধ্যেই রাখে।’
প্রিয়াঙ্কা জামান সম্পর্কে আসিফ বলেছেন, ‘নিয়মিত বিজ্ঞাপনচিত্রে কাজ করে। আমার মনে হয়েছে, ভালো একজন অভিনেত্রী, অসাধারণ পারফর্মার ও প্রচণ্ড পরিশ্রমী এবং মেধাবীও সে। আমি তো আর বিদেশী মডেল নিয়ে কাজ করবো না, তাই নিজ দেশের মেধাবীদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। সামর্থ্যের মধ্যে সবাই মিলে সেরাটুকু দেওয়ার চেষ্টা ছিলো।’
নিজের ফেসবুকে আসিফ জানিয়েছেন, গানের শুটিং করতে গিয়ে লজ্জা-শরম কোরবানি দিয়েছেন।
আসিফের বলেছেন, ‘একটু টিনএজ প্যাটার্নে কাজটা করতে গিয়ে আবারও সিনেমার ফ্লেভারে চলেগেছি। কোরিওগ্রাফার আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়েছেন। সেই হিসেবে বলতে পারেন, লজ্জা-শরম কোরবানি দিতে হয়েছে। এর বেশি আপাতত আর কিছুই বলতে চাই না, বাকিটা গান মুক্তির পরই দর্শক-শ্রোতারা দেখতে পাবেন। শিকারি সমালোচকের চেয়ে বিনোদনপ্রিয় দর্শক-শ্রোতাই আমার কাছে বেশি পছন্দ।’
‘লুকোচুরি’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন যথাক্রমে প্রীতম ব্যানার্জি (কোলকাতা) ও বিক্রম নাগী (মুম্বাই)। আসিফের গাওয়া ‘লুকোচুরি’ গানের ভিডিও পরিচালনা করেছে নিউ ভিশন বিডি ক্রিয়েটিভ টিম। কোরিওগ্রাফি করেছেন মনজুর আহমেদ।