দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেক্সট গিয়ার লিমিটেড এবার বাংলাদেশের বাজারে আনছে বিশ্বের অন্যতম খ্যাতনামা ড্রোন (দূর নিয়ন্ত্রিত বিমান পরিচালনা ব্যবস্থা) কোম্পানি ডিজেআই।
সম্প্রতি ডিজেআই বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নেক্সট গিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ হতে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, নেক্সট গিয়ার লিমিটেড এখন থেকে বাংলাদেশে কমার্শিয়াল ড্রোন পণ্য এবং এর সম্পর্কিত ডিজিটাল ও অন্যান্য সেবাসমূহ বিক্রয় ও বিপনণও করবে। ডিজেআই হলো বিশ্বের অন্যতম প্রধান ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ড্রোন ব্যবহারকারীদের ৭০ শতাংশই ডিজেআই পন্য ব্যবহার করে থাকেন। ডিজেআই ড্রোনের নির্ভুল জিপিএস সিস্টেম এবং অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহারকারিদের পছন্দের শীর্ষে রয়েছে। উন্নত বিশ্বে কৃষিখাত, অনুসন্ধান , উদ্ধারকাজ, মুভি তৈরি, ব্রিজ ও রোড অবকাঠামো নির্মাণ এবং পর্যবেক্ষণে বিভিন্ন সংস্থা ডিজেআই-এর পণ্য ব্যবহার করে থাকেন।
সম্প্রতি বেসরকারী বিমান এবং পর্যটন মন্ত্রণালয় ড্রোন নিবন্ধন এবং উড্ডয়ন ২০২০ নীতিমালা গেজেট আকারে প্রকাশও করেছে। যে কারণে বাংলাদেশে ড্রোন ব্যবহার ও আমদানির পূর্ববর্তী বিধিনিষেধ অনেকাংশেই শিথিল করা হয়েছে। নতুন এই গেজেটের কারণে বাংলাদেশে বৈধ ড্রোনের আমদানি এবং ব্যবহারের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।