দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ‘গোল্ড মানি গান’ থেকে ট্রিগার চেপে টাকা উড়িয়েছেন ফিলিপাইনের মেয়র লুইস চাভিট সিংসন। ভিড়ের মধ্যে তার উড়ানো টাকা হুড়োহুড়ি করে কুড়িয়েছে উপস্থিত জনগণ। এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনারও হয়েছে।
ফিলিপাইনের মেয়র লুইস চাভিট সিংসন মাস্ক ছাড়াই ভিড়ের মধ্যে গিয়ে টাকা উড়ানোর বন্দুকের ট্রিগার চাপেন। তখন একেবারে বেশ কিছু নোট ছড়িয়ে পড়ছিল, আর হুড়োগুড়ি করে টাকা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত জনগণ।
সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জানা যায়, মেয়র যে নোটগুলো উড়িয়েছেন, তার বেশিরভাগই হলো ১০০ পেসো। তবে কিছু ৫০০ পেসো উড়িয়েছেন তিনি।
৪৩ সেকেন্ডের একটি ভিডিও প্রথমে পোস্ট করেন মেয়র লুইস চাভিট সিংসন নিজেই। পরে ভিডিওটি অন্যরা শেয়ার করে ছড়িয়ে দেন। ইতিমধ্যেই লাখ লাখ দর্শক ভিডিওটি দেখেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমকে ৮০ বছর বয়সী মেয়র লুইস চাভিট সিংসন বলেছেন, আমার এই ধরনের কর্মকাণ্ড মোটেও ভোটের আশায় প্রচারণার কৌশল ছিল না। কারণ হলো ২০২২ সালের মে মাসের নির্বাচনে স্থানীয় কিঙবা জাতীয় কোনো পদই আমি চাইছি না।
তিনি আরও বলেন, এটা কোনো নতুন ঘটনা নয়। এর আগেও এভাবে টাকা উড়িয়ে আমি জনগণকে আনন্দ দিয়েছি। এই কাজের একটাই উদ্দেশ্য- সেটি হলো- জনগণকে খুশি করা। মানুষ যদি খুশি থাকে, আমিও খুশি থাকি।
তবে নেটিজেনদের অনেকেই বলছেন যে, সিংসনের টাকা দেওয়ার পদ্ধতি ছিল রীতিমতো অপমানজনক, ন্যাক্কারজনক ও শোষণমূলকও।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।