দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশেষজ্ঞরা বলেছেন, ক্যান্সারের কিছু পূর্ব লক্ষণ অনেক সময় চোখেও দেখা দেয়। আমরা সেগুলো চোখের সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাই বেশির ভাগ সময়। তবে সময় থাকতে সতর্ক না হলে বড় বিপদ ঘটতে পারে।
ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ক্যান্সারের সঙ্গে বসবাস করা মানুষের গড় বয়সটাও সময়ের সঙ্গে সঙ্গে কমছে। আগে ক্যান্সার আক্রান্তদের গড় বয়স ধরা হতো ৪০ থেকে ৭০। এরপর সেটা কমে দাঁড়ায় ৩০ হতে ৬৯। সাম্প্রতিক সময় ক্যান্সারের শিকার হচ্ছেন অনেক কমবয়সিরাও।
ক্যান্সারের পূর্ব লক্ষণগুলো অনেক সময় আগেভাগে শনাক্ত করা যায় না। যখন বোঝা যায়, ততোক্ষণে হয়তো শরীরে জাঁকিয়ে বসেছে এই মারণব্যধিটি। বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে উপসর্গের ক্ষেত্রেও বিভিন্নতা দেখা যায়। তাই বাড়তি সতর্কতা এবং সচেতনতা দরকার। ক্যান্সারের কিছু পূর্ব লক্ষণ চোখে দেখা দেয়।
ফুসফুসে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে দেখা যায় দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখে ব্যথা হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো বেশ কয়েকটি চোখ সংক্রান্ত উপসর্গ দেখা দেয়। শুধু ফুসফুসে টিউমারই নয়, কোলন ক্যান্সারের ক্ষেত্রেও এই উপসর্গগুলো দেখা দিতে পারে। যেমন-
# চোখ লাল হয়ে যাওয়া
# ঘন ঘন চোখ চুলকানো কিংবা জ্বালা করা
# চোখ থেকে অবিরাম পানি পড়া
# ঝাপসা দৃষ্টি
# চোখে ব্যথার মতো সমস্যাগুলো স্তন ক্যান্সারের অন্যতম কয়েকটি উপসর্গ।
মূলত চোখের এই সমস্যাগুলো যে কারণে হয়ে থাকে চিকিৎসার পরিভাষায় তার নাম ‘অরবিটাল মেটাস্টেসিস’। আবার চোখের চারপাশের বিভিন্ন কোষেও ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। ফুসফুস, স্তন এবং প্রস্টেট ক্যানন্সারের ক্ষেত্রেও চোখে এই উপসর্গগুলো দেখা দেওয়ার আশঙ্কা প্রবল। অনেকেই চোখের এই লক্ষণগুলো এড়িয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ করে যদি এই ধরনের লক্ষণ চোখে দেখা দেয়, তাহলে অবশ্যই অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সঠিক সময় চিকিৎসা শুরু না করলে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।