দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ এই মাত্র জানা গেছে কাদের মোল্লার রায় কার্যকরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলা ম্যাজিস্ট্রেট প্রবেশ করেছেন, এদিকে কারাগারের সামনে একটি এ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই কারাগারে একজন মাওলানা প্রবেশ করতে দেখা গেছে, সুতরাং ফাঁসি যেকোনো মুহূর্তে হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে সকল প্রকার প্রস্তুতি শেষ, এরই মাঝে সারা দেশে নানান নাশকতার খবরে কেন্দ্রীয় কারাগারের বাইরে তিন স্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, দফায় দফায় র্যাব, পুলিশ, বিজিবি আসছে কারাগারের আসে পাশে।
এর আগে ৯টার দিকে কারাগারে প্রবেশ করেন আইজি প্রিজন্স এবং সাথে সিভিল সার্জন এবং জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে কারাগারের বাইরে বিশেষ এ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে এবং ৮ টা ৫০ মিনিট নাগাত একজন মাওলানা প্রবেশ করতে দেখা গেছে কারাগারে।
আইন শৃঙ্খলার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে দেশের অবস্থা দেখে যেকোনো সময়ে সেনা বাহিনী নামানো হতে পারে, আর্মি প্রস্তুত রয়েছে নিজেদের দায়িত্ব বুঝে নিতে।
এদিকে সারা দেশ থেকে নানান নাশকতার খবর পাওয়া যাচ্ছে, এরই মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ৪ জন শিবির কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরই মাঝে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে এগুয়েমি ছেড়ে দেশের শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে আইন প্রয়োগকারী সংস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
সর্বশেষ আপডেট পেতে দি ঢাকা টাইমসের সাথেই থাকুন।