দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউডের ঐতিহ্যবাহী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এতে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান।
‘আবর্ত’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে প্রথম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়াডে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ফিল্মফেয়ারের পক্ষ থেকে জয়ার কাছে একটি মনোনয়নপত্র আসে গত ১৬ মার্চ। ওই মনোনয়নপত্রে বলা হয়েছে, কলকাতার বাংলা ছবিতে কাজ করে দৃষ্টিনন্দন অভিনয় করায় তাঁকে এই মনোনয়ন দেয়া হয়েছে।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সর্ম্পকে জয়া সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কলকাতায় গিয়ে অনুষ্ঠানটি সম্পর্কে বুঝেছি। শহরজুড়ে বিশাল বিশাল বিলবোর্ড, বিভিন্ন স্থানে ভোট প্রদান- সব মিলিয়ে প্রথম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে সকলের আগ্রহই যেনো এক আকাশচুম্বী। পুরস্কার বড় কথা নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথমবার অভিনয় করে সমালোচকদের কাছ থেকে মনোনয়ন পাওয়াকেই আমি বড় প্রাপ্তি হিসেবেই দেখছি।’
উল্লেখ্য, কলকাতা থেকে অপর একটি সম্মানজনক শৈলজানন্দ পুরস্কার পেয়েছেন জয়া আহসান। ২৯ মার্চ কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।