দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিম্ফনি এবার নিয়ে এলো মাত্র ৬ হাজার ২৫০ টাকায় ৭ ইঞ্চি পর্দার এক্সপ্লোরার t7 আলট্রা ট্যাব। মার্কেটিং এর প্রতিযোগিতায় এগিয়ে থাকার প্রয়াসে সিম্ফনি এটি বাজারজাত করতে যাচ্ছে।
৭” ইঞ্চি পর্দার নতুন এই ট্যাবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ভার্সন ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম। আসুন দেখে নেই আর কি কি আছে এই অ্যান্ড্রয়েডে ট্যাবে-
– ৭” ইঞ্চির WVGA ডিসপ্লে (৪৮০X৮০০)
– ৩জি
– ডুয়েল সিম সাপোর্ট
– ১.৩ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসরের
– গ্রাফিক্স: মেইল ৪০০
– ২ মেগাপিক্সেল রিয়্যার
– ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
– ৫১২ মেগাবাইট রেম
– ৪ গিগাবাইট রোম
– ৩.৫ এমএম অডিও জ্যাক
– ওয়াই-ফাই
– ব্লুটুথ
– ইউএসবি সাপোর্ট
– ইউএসবি মডেম
– জিপিএস
– ওটিজি সাপোর্ট
– এপ্লিকেশন- ফেইসবুক, ইউটিউব, স্কাইপ
– কালার: ব্ল্যাক এবং গ্রে
– আকার: ১৯২ mm X ১০৭ mm X ৯.৫ mm
– ২৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি (দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম)
– স্ট্যান্ডবাই টাইম ৩৫০ ঘন্টা (ফোনের সেটিংস এবং নেটওয়ার্ক এর ওপরে নির্ভর করে)
– টক্ টাইম: ৩.৫ ঘন্টা (ফোনের সেটিংস এবং নেটওয়ার্ক এর ওপরে নির্ভর করে)
ট্যাবটি বর্তমানে সিম্ফনির বিভিন্ন শোরুমে পাওয়া যাচ্ছে।