The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জেনে নিন ফেসবুকের শর্টকাট কীগুলো সম্পর্কে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে আমাদের দেশে ফেসবুকের জনপ্রিয়তা সবার উপরে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলাটরি কোম্পানীর মতে, ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩ কোটি ৮৯ লাখ। আর এই ইন্টারনেট ব্যবহারকারীর একটি বড় অংশই নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকেন। এই সকল ফেসবুক ব্যবহারকারীর কথা চিন্তা করে আমাদের আজকের আয়োজন।


213637-14NwPz1398888828

ফেসবুকের অনেকগুলো গোপন ফিচারের মধ্যে একটি ফিচার হলো ফেসবুক শর্টকার্ট কী। ব্রাউজারভিত্তিক ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এই শর্টকাট কীগুলো বেশ কাজে লাগে। আর ফেসবুকের একজন ব্যবহারকারী হিসেবে এই ধরনের শর্টকাট কীগুলো আপনার জানা থাকা প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফেসবুকের শর্টকাট কীগুলো সম্পর্কে। এই ক্ষেত্রে ব্রাউজারগুলোর ইউনিভার্সাল কী এর সাথে আপনি আলাদা আলাদা কীগুলো প্রেস করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফলাফল।

উইন্ডোজ ব্যবহারকারীর ক্ষেত্রেঃ

১. ফায়ারফক্সের ইউনিভার্সাল কীঃ Shift+Alt+# [ এখানে # এর স্থানে আপনি চাহিদা অনুযায়ী কী প্রেস করবেন ]

২. গুগল ক্রোমের ক্ষেত্রেঃ Alt+#

ম্যাক ব্যবহারকারীদের ক্ষেত্রেঃ

১. ফায়ারফক্সঃ Control+#

২. গুগল ক্রোমঃ Control+Option+#

৩. সাফারিঃ Control+Option+#

এবার চাহিদা অনুযায়ী যে যে কীগুলো প্রেস করবেনঃ

হোমপেজঃ 1

টাইমলাইনঃ 2

ফ্রেন্ডলিস্টঃ 3

মেসেজঃ 4

নোটিফিকেশনঃ 5

অ্যাকাউন্ট সেটিংসঃ 6

প্রাইভেসী সেটিংসঃ 7

ফেসবুকপেজঃ 8

শর্তাবলীঃ 9

হেল্প সেন্টারঃ 0

নতুন মেসেজঃ m

সার্চঃ ?

একটি বিষয় মাথায় রাখুন এই শর্টকাট কীগুলো ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য প্রযোজ্য নয়। তাই এই শর্টকাট কীগুলো ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য ব্যবহার করতে যাবেন না।

তথ্যসূত্রঃ সিনেট

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...