দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বিষয়টি হয়তো আপনাকে ব্যথিত করতে পারে এই কারণে যে, যুদ্ধ বিধ্বস্ত কিংবা যুদ্ধ চলছে এমন দেশগুলোতে সৈনিকদের হাতে কত মানুষ মারা গিয়েছে কিংবা যাচ্ছে। কিন্তু এই সৈনিকরাও মানুষ তা আপনাকে মানতেই হবে। এই ছবিগুলো সৈনিকদের বিষয়ে নেতিবাচক ধারনা থেকে আপনাকে সরিয়ে আনবে।
মানববোমা
এটি একটি টমাহকক্রুজ লাউঞ্চার। এটি একি সাথে ছয়টি টমাহক নিক্ষেপ করতে পারে। এই সৈনিকরা বোমা রাখার স্থানে অবসর সময়ে নিজেরা মজা করার জন্য অবস্থান করছে। যেন এক একটি মানববোমা।
রোবট আর মানুষ
যুদ্ধক্ষেত্রে এই ট্যাংকটি মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে অবসরে একটি রোবটিক পোশাক পরিহিত এই সৈনিকটিকে দেখে অনেকেই হয়তো হাসবে এবং মজা পাবে।
ছদ্মবেশ
এই অদ্ভুত পোশাক পরিহিত সৈনিকটির ক্যামাফ্লেজ দেখুন অবাক হয়ে যাবেন। পোশাকের সাথে মিল রেখে তৈরি এই সোফাটিতে একজন সৈনিক শুয়ে আছেন তা ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা যাবে না।
ঘোড়ায় চড়িয়া সৈনিক
ঘোড়ায় চড়িয়া সৈনিক কোথায় যায় এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আসলে এরা অবসর সময় কাটাচ্ছে।
সিড়ি
সিড়িতে এই মজার খেলাটি আমরা ছোটকালে অনেকেই করেছি। কিন্তু এই সৈনিকটির মনে হয় সেই ছোটকালের খেলাটি আবার খেলতে ইচ্ছে হয়েছে।
ফাঁদ
অবসর কাটানোর জন্য এই সৈনিকটি বেঁছে নিয়েছে মারাত্মক এক খেলা। এনার্জি ড্রিংকের বোতলটি নিতে হবে। কিন্তু সামান্য একটু নাড়া খেলেই ফাঁদটি তাকে আটকে ফেলবে। তাই সাবধান খুব ধীরে।
দি হাঙ্গার গেমস
হাতের এই একে-৪৭কে ধনুকে রুপান্তর করে মজা করছেন এই সৈনিকটি। কিন্তু তীর কোথায়?
সোলজার নাইট
কয়েকশ বছর আগের ঐতিহাসিক নাইটদের কথা ভুলে যাননি সৈনিকরা। তাইতো অবসরে করছেন নাইটদের মতো যুদ্ধ।
দানবীয় সৈনিক
একজন দানব আকৃতির সৈনিক গিলে নিচ্ছে আরো দুইজন সৈনিককে। এটি ফটো তোলার এক কারসাজি।
গোঁফ
সত্যিকারের গোঁফ হয়তো নেই। তাই বন্দুকের মধ্যে লাগিয়ে নিয়েছেন গোঁফ স্টিকার আর ফটোসেশনে দেখাই যাচ্ছে। গোঁফওয়ালা সব মারাত্মক যোদ্ধা।
তথ্যসূত্রঃ বোরপান্ডা