দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘রোভার কিউরিওসিটি’ মঙ্গলে ২ হাজার দিন কাটানোর রেকর্ড গড়েছে! লাল গ্রহ মঙ্গলে পাড়ি জমিয়েছিলো অনেক দিন আগেই।
লাল গ্রহ মঙ্গলে পাড়ি জমিয়েছিল বেশ অনেক দিন আগেই। সেই গ্রহ নিয়ে মানুষের যে আগ্রহ, তাকে চরিতার্থ করতে নাসা হতে তাকে পাঠানো হয় মঙ্গলে। ‘রোভার কিউরিওসিটি’ নামক নাসার এই যন্ত্রটি মঙ্গলে পা রাখে ২০১২ সালের আগস্টের ৬ তারিখে। তারপর হতে, মঙ্গলগ্রহ সম্পর্কে নানা তথ্য এবং ছবি পৃথিবীতে পাঠানোর দায়িত্ব পালন করে চলেছে এই ‘রোভার কিউরিওসিটি’।
প্রথমে ঠিক করা হয়েছিল, দুই বছরের জন্য মঙ্গলে থাকবে এই কিউরিওসিটি। তবে ২০১৭ সালের ৫ আগস্ট, মঙ্গলগ্রহে তার ৫ম বার্ষিকী পালন করে নাসা। ২৩ মার্চ, লালগ্রহে ২ হাজার দিন কাটানোর রেকর্ড গড়লো কিউরিওসিটি।
খুব সহজ হিসেব করলে অবশ্য এই ২ হাজার দিন কিছুতেই মেলানো সম্ভব হবে না। কারণ হলো পৃথিবীতে একটি দিন মানে ২৪ ঘণ্টা হলেও, লালগ্রহের সময় গণনা একটু পৃথক। লালগ্রহে একটি দিনের হিসেব হয় ২৪ ঘণ্টা, ৩৯ মিনিট এবং ৩৫ সেকেন্ডে। অর্থাৎ পৃথিবীর হিসেবে ২ হাজার দিন হলেও, মঙ্গলের হিসেব মতো কিউরিওসিটি কাটিয়েছে ২০৫৫ দিন।