দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়ার সংসার জীবন শুরু হয়েছে। গত শনিবার এই দম্পতি তাদের সংসার জীবন শুরু করেছেন।
জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়া হোসাইনের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে ঘরোয়া আয়োজনের বিয়ে সম্পন্ন হয় তাদের। রাতে ঢাকা ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয় ও সংগীতজগতে তাদের ঘনিষ্ঠজনরা। ১৬ মে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান সম্পন্ন হয়।
উল্লেখ্য, এটি বাপ্পা-তানিয়া দুই জনেরই দ্বিতীয় বিয়ে। ইতিপূর্বে ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিলেন তানিয়া। এক বছরের মাথায় তাদের সেই বিয়ে ভেঙে যায়।
অপরদিকে বাপ্পা মজুমদারও ইতিপূর্বে বিয়ে করেছিলেন অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনীকে। ২০০৮ সালের ২১ মার্চ বিয়ে করেছিলেন তারা। দীর্ঘ ৯ বছর সংসার করার পর ছাড়াছাড়ি হয়ে যায় বাপ্পা-চাঁদনীর সংসার।