ঈশ্বরদী প্রতিনিধি ॥ আগামী ৯ জুলাই ঈশ্বরদীতে অনুষ্ঠিত হতে চলেছে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাবেশ। হোমিওপ্যাথিক চিকিৎসকদের এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একটি জাতীয় সমাবেশ।
আগামী ৯ জুলাই সকালে ঈশ্বরদীতে অনুষ্ঠিত হতে চলেছে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাবেশ। হোমিওপ্যাথিক চিকিৎসকদের এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একটি জাতীয় সমাবেশ। সারাদেশ থেকে পাঁচ শতাধিক হোমিও চিকিৎসক এই সমাবেশে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।
৯ জুলাইয়ের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারী আলহাজ্ব ডা. মো: জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আল-মামুন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব নায়েব আলী বিশ্বাস, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত থাকবেন ডা. আশিষ শংকর নিয়োগী, ডা. শেখ মোহাম্মদ ইফতেখার উদ্দীন, ডা. কায়েম উদ্দীন, ডা. এস. এম মিল্লাত হোসেন, ডা. মো: আনিসুর রহমান মিন্টু, ৯নং ওয়ার্ড ঈশ্বরদী পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান প্রধান, ঈশ্বরদী উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স এসোসিয়েশন ও শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রা:) ঈশ্বরদীর সভাপতি ডা. এস এম জাকির হোসেন।