দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যারিয়ারকে সঠিকভাবে গড়ে তুলতে হলে প্রথমেই আপনাকে একটি নির্দিষ্ট ক্যারিয়ার পথ বেছে নিতে হবে। তবে সমস্যা হচ্ছে আমরা সাধারণত একাধিক ক্যারিয়ার পথ নিয়ে এক সাথে চিন্তা করি। তাই নির্দিষ্ট ক্যারিয়ার সনাক্ত করা জটিল হয়ে পড়ে। আজ আমরা জানবো কিভাবে আমরা নিজেদের জন্য সঠিক ক্যারিয়ার পথ বাছায় করতে পারি।
ক্যারিয়ার পথ বাছায় করার জন্য আপনাকে প্রথমে গভিরভাবে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ বা আপনার কোন বিষয় নিয়ে কাজ করতে বেশি মজা লাগে। সব কাজই আপনার কাছে সমান গুরুত্ব পাবে না। কিছু কাজের মধ্যে একটি কাজ আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় বা আপনি সেই কাজটি করতে বেশি আগ্রহী থাকেন।
নির্দিষ্ট একটি ক্যারিয়ার পথ সিলেক্ট করার পর আপনাকে ভাবতে হবে, আপনার পছন্দের সেই বিষয়ে আপনি চাকরি করতে চান নাকি ব্যবসা করবেন। কারণ চাকরি এবং ব্যবসা দুটোই ভিন্ন বিষয়। কেউ চাকরি করে নিজের ক্যারিয়ার গড়তে বেশি পছন্দ করে। আবার কিছু মানুষ স্বাধীন পেশা হিসেবে ব্যবসাকেই নিজের ক্যারিয়ার হিসেবে নির্ধারণ করেন।
তবে আমি আপনাকে পরামর্শ দিব ব্যবসায়কে নিজের ক্যারিয়ার হিসেবে নির্ধারণ করার জন্য। কারণ বাংলাদেশের পেক্ষাপটে বর্তমানে চাকরি করার থেকে ব্যবসা করার অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে অনলাইন ব্যবসা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ব্লগ রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন শপ, অনলাইন সেবা সার্ভিস ইত্যাদি। সবচেয়ে কম খরচে স্বল্প পুঁজি নিয়েই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। অনলাইন ব্যবসায়ে আপনার দোকান ভাড়া, সিকিউরিটি খরচ সহ নানা ধরনের খরচের প্রয়োজন পরবে না। তাই সাধারণ ব্যবসায় অপেক্ষা অনলাইন ব্যবসায়ে খরচ অনেক কম। তবে খরচ কম হলেও আপনার ব্যবসা চলবে দেশ জুড়ে যেখানে একটি সাধারণ ব্যবসা নির্দিষ্ট এলাকার বাইরে করতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়।
আপনি যদি ক্যারিয়ার হিসেবে চাকরিকে বেছে নেন, তবে আপনার ক্যারিয়ার রিলেডেট বিভিন্ন প্রশিক্ষণমূলক কোর্সে ভর্তি হয়ে যান। কারণ বর্তমানে কাজের দক্ষতা ছাড়া চাকরি পাওয়া খুবই কঠিন। সেই সাথে কোন প্রতিষ্ঠানে আপনার প্রত্যাশার চেয়ে একটু নিম্ন পদে চাকরি পেলেও করতে পারেন। কারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনুযায়ী কোন কিছু প্রথমেই পায় না। আস্তে আস্তে অভিজ্ঞতা দিয়ে নিজেকে সেই স্থান অর্জন করতে হয়। তাই শুধু চাকরির জন্য পুথিগত প্রস্তুতি নিলেই হবে না, সেই সাথে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে।