দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিখোঁজ নেতাদের সন্ধান ও তাদের আদালতে হাজির এবং কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল ৩ জুলাই বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এই হরতাল ঘোষণা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিবির নেতা আজিজুর রহমান, তাজাম্মুল আলী, আব্দুস সালাম, রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম, ইবি শিবির নেতা ওয়ালী উলস্নাহ ও আল মুকাদ্দাস, ঢাকা মহানগরীর উত্তর শিবির নেতা নুরুল আমিন ও ঢাকা মহানগরী পশ্চিম শাখার নেতা হাফেজ মো.জাকির হোসেনের সন্ধান ও তাদের আদালতে হাজির এবং কেন্দ্রীয় সভপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়।
উল্লেখ্য, একই দাবিতে গত শুক্রবার এক বিবৃতিতে শনিবার বিক্ষোভ এবং দাবি আদায় না হলে রবিবার হরতালের ডাক দেয়া হয়। পরে শনিবার বিকেলে আরেক বিবৃতিতে সরকারকে ৭২ ঘণ্টার সময় দিয়ে রবিবারের হরতাল স্থগিত করা হয়।