The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ব্লকিং ফিচার চালু করছে

সম্প্রতি নতুন এই ফিচারের বেটা সংস্করণের একটি ছবি দেখিয়ে ওয়াবেটালইনফো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোয়াটসঅ্যাপ এবার চ্যাটিংয়ের স্ক্রিনশট নেওয়া বন্ধে পদক্ষেপ নিচ্ছে। অ্যাপটিতে শীঘ্রই আসছে নতুন আপডেট। পাশাপাশি নতুন আপডেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং নিয়েও পরীক্ষা চালানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ব্লকিং ফিচার চালু করছে 1

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন ষভ তথ্য।ওই প্রতিবেদনে বলা হয়, নতুন এই আপডেট আসার পর ঞথৈ হোয়াটসঅ্যাপে চ্যাট করতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে ইউজারধৈল। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই আইওএস সংস্করণে নতুন এই ফিচারটি যোগ করেছে। তবে আইওএস ডিভাইসগুলোতে প্রতিবার স্ক্যান করে চ্যাটিংয়ে ঢুকতে হয় ইউজারদেরকে। এবার প্রতিটি চ্যাটে নয় বরং পুরো অ্যাপটিকেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের আওতায় আনার জন্য কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি নতুন এই ফিচারের বেটা সংস্করণের একটি ছবি দেখিয়ে ওয়াবেটালইনফো জানায় যে, ‘পুরো অ্যাপটিই করা হবে সুরক্ষিত। যে কারণে হোয়াটসঅ্যাপে ঢুকতে ইউজারকে তার পরিচয় শনাক্ত করতে হবে। ফিচারটি চালু করা থাকলে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। সেইসঙ্গে স্ক্রিনশট ব্লকের ফিচারটিও কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...