দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ খৃস্টাব্দ, ৫ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, ১৮ জ্বিলহজ্ব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি বসনিয়া হার্জেগোভিনার একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য। সত্যিই পাহাড়িয়া এলাকার এক মনোমুগ্ধকর দৃশ্য এটি।
এটি হলো বসনিয়া হার্জেগোভিনার মসটার পরিচিত তার পুরাতন টার্কিশ ব্রীজ ও বাড়িগুলোর জন্য নির্মিত হয়েছে। ইউনেস্কো মসটারের পুরাতন ব্রীজ এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। নেরেটভা নদীর তীরে অবস্থিত এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধকর। অনেক পর্যটক মিলহাউস রেস্টুরেন্টে এক রাত কাটানোর অভিজ্ঞতা অর্জনের জন্য সেখানে যান। প্রাকৃতিক ঝর্ণা, সমুদ্র সৈকত ও পুরাতন গ্রিক শহরের নিদর্শনও রয়েছে মসটারের খুব কাছাকাছি স্থানে।
তথ্যসূত্র: https://www.deshebideshe.com ও ছবি: www.citiestips.com