দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিউইয়র্ক প্রবাসী জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা দুই বছর পর আবারও টিভি নাটকে অভিনয় করলেন । এবারের ঈদে এই অভিনেত্রীকে দেখা যাবে ‘দেখা হবে’ শিরোনামে একটি নাটকে তাহসানের সঙ্গে।
‘দেখা হবে’ নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রযোজনা করেছেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম। এই নাটকটি তার প্রযোজিত চতুর্থ নাটক।
এই বিষয়ে সংবাদ মাধ্যমকে হিমু আকরাম বলেছেন, পরিচালনার পাশাপাশি মাঝে মধ্যে ইপ্রযোজনা করি। যদি ভালো লাগার মতো কোনো গল্প পেয়ে যায়। এই নাটকের গল্পটিও তেমনই মনে হয়েছে।
নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, গল্পের নায়ক করোনা আক্রান্ত হবার পর তার সাবেক প্রেমিকা গোপনে তাকে দেখতে আসেন। তার পাশে এসে দাঁড়ায়। গোপনে খাবার ওষুধ ও চিরকুট দিতে থাকে দরজার সামনে। পুরোনো প্রেমিকার হাতের লেখা, রান্না করা খাবার ও চিরকুটের পারফিউমের ঘ্রানে একটা সময় ভুল ভেঙে যায় প্রেমিকের। এভাবে এগোতে থাকে নাটকের গল্প।
নিউইয়র্কের ম্যানহাটন, কুইন্স, কনি আইল্যান্ড, জন বিচের চমৎকার নানা লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
উল্লেখ্য, মোনালিসা ২০১৮ সালে সর্বশেষ দেশে এসেছিলেন। সেই সময় কয়েকটি নাটকে তিনি অভিনয়ও করেন। অপরদিকে তাহসান করোনা পরিস্থিতির কারণে এই প্রথম একটি নাটকটিতে কাজ করলেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।