দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড ইন্ডাস্ট্রির অ্যাকশন তারকাদের মধ্যে শীর্ষে রয়েছে হৃতিক রোশন। এবার চমকপ্রদ তথ্য হলো- একটি অ্যাকশন গেমে জয় চরিত্রে ধরা দিয়েছেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা।
গত ১৮ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘গারিনা ফ্রি ফায়ার’ নামে গেমটির টিজার প্রকাশ করেছেন হৃতিক রোশন নিজেই। সেখানেই জয় চরিত্রে হাজির হন বলিউডের এই সুপারস্টার।
‘গারিনা ফ্রি ফায়ার’-এর টিজারে বন্দুক দিয়ে ফায়ারিং করতে দেখা যায় অ্যানিমেটেড হৃতিক রোশনকে। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাইটস’ ছবিতে জয় চরিত্রে অভিনয় করেন হৃতিক। তাই ‘গারিনা ফ্রি ফায়ার’ গেমটিতেও তার নাম রাখা হলো জয়।
গেমের চরিত্র বানানোর জন্য ‘গারিনা ফ্রি ফায়ার’কে ধন্যবাদও জানিয়েছেন হৃতিক রোশন। সেইসঙ্গে গেমটি ডাউনলোড করে ভক্তদের খেলার অনুরোধও জানিয়েছেন হৃতিক রোশন।
হৃতিকের শেয়ার করা টিজারটিতে লাইক দিয়েছেন টাইগার শ্রফ, অভিষেক বচ্চন এবং ফারহান আখতারের মতো তারকারাও।
উল্লেখ্য, সবশেষ সিদ্ধার্থ আনন্দ এবং যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ওয়ার’ ছবিতে দেখা যায় হৃতিক রোশনকে। অ্যাকশনে ভরপুর ‘ওয়ার’ ছবিটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন টাইগার শ্রফ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।