দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়িকা আঁচল এবার ওয়েব ফিল্মে অভিনয় করছেন। যার নাম কর্পোরেট। এই ওয়েব ফিল্মে আঁচলের বিপরিতে থাকছেন তাসকিন রহমান।
এই প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন তাসকিন রহমান এবং চিত্রনায়িকা আঁচল আঁখি। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে এই ওয়েব ফিল্মটি। এর প্রধান দুটি চরিত্রেই অভিনয় করবেন তাসকিন ও আঁচল। সম্প্রতি আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে এর পরিচালক ফরিদুল হাসান এবং নায়িকা আঁচলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর হয়েছে। খুব শীঘ্রই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, ‘কর্পোরেট’ ওয়েব ফিল্মের লেখক ফেরারি ফরহাদসহ অনেকেই।
এই বিষয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ওয়েব ফিল্মের গল্প যতো ভালো হবে মূলত সেটি ততো দর্শকপ্রিয়তাও পাবে। আন্তর্জাতিক অঙ্গনে এখন ভালো ভালো ওয়েব ফিল্ম নির্মিত হচ্ছে। করোনার এই সময় আমি অনেক ওয়েবফিল্মই দেখেছি, অনেক বিচার-বিশ্লেষণের সুযোগও হয়েছে। আরটিভি ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েবফিল্ম হাতে নিয়েছে। আশা করি সবগুলোই ভালো হবে। ভালো গল্প হলে এই কাজ আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।