দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনায় মানবিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখতে হচ্ছে ভারতকে। দেশটি অন্ধ্রপ্রদেশের একটি ভিডিও ক্লিপ কাঁপিয়ে দিয়েছে সবাইকে। অ্যাম্বুল্যান্স না পেয়ে এবার মায়ের লাশ ছেলে নিলেন বাইকে করে!
রাজ্যের শ্রিকাকুলাম শহরে কোভিডের ভয়াবহতা কতোটা উপরে গিয়ে ঠেকেছে তা ওই ভিডিও এর মাধ্যমে জানলো পুরো বিশ্ব।
এনডিটিভি’র এক খবরে বলা হয়, শ্বাসকষ্ট নিয়ে পঞ্চাশোর্ধ্ব মাকে নিয়ে হাসপাতালে আসেন ছেলে একং মেয়ের জামাই। তবে চিকিৎসার আগেই হাসপাতালের সামনে মারা যান তার বৃদ্ধা মা। মরদেহ নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও পাননি কোনো অ্যাম্বুলেন্স।
করোনায় মারা যাওয়ায় লাশ বহনে নারাজ অন্যসব গাড়িচালকরাও। মৃত নারীর সঙ্গে থাকা সন্তান এবং জামাতার মোটরসাইকেলই হলো তখন তাদের একমাত্র অবলম্বন। উপায় না দেখে সেই মোটরসাইকেলের মধ্যেই মায়ের লাশটাকে কোনোরকম বসিয়ে চলেন শ্মশানঘাটের উদ্দেশ্যে।
উল্লেখ্য, করোনার কারণে পুরো ভারতজুড়ে অক্সিজেনের পাশাপাশি অ্যাম্বুলেন্সেরও ভয়াবহ সংকট দেখা দিয়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে গড়ে মারা যাচ্ছেন প্রায় তিন হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ লাখ।
টুইটারের ওই ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন
At a time when fear of #COVIDSecondWave grips #Srikakulam dist, a family was forced to shift the body of a 50 yr old woman on a bike after their attempts to arrange #ambulance to take her back to their hamlet, failed on Monday. She was waiting for test results. @JanaSenaParty pic.twitter.com/5xeg1NUe4R
— Keelu Mohan (@keelu_mohan) April 27, 2021
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।