দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের চেনাজানা বেশিরভাগ গ্রহই হলো পৃথিবীর মতো গোলাকৃতির। একমাত্র বৃহস্পতি এক্ষেত্রে ব্যতিক্রমী হলেও খুব একটা পৃথক নয়। তবে সৌরজগতের সকল গ্রহ-ই কি গোলাকৃতির? উত্তর- না।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এক গবেষণায় কিছু গ্রহকে হুবহু আলুর মতোই দেখা গেলো। গবেষকরা পৃথিবী হতে প্রায় ১৫০০ আলোকবর্ষ দূরে WASP-103b নামে এরকম একটি গ্রহ সম্প্রতি আবিষ্কার করেছেন। যার আকার আলু কিংবা রাগবি বলের মতোই।
কেনো এই অদ্ভুত আকার?
এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, WASP-103b একটি এফ-টাইপ নক্ষত্রের ঠিক চারপাশে অবস্থিত। যা আমাদের সূর্যের চেয়ে বড় ও আরও বিশাল আকারের। অপরদিকে আকারে এটি বৃহস্পতির থেকে প্রায় দেড়গুণ বড়। মূলত নিকটতম নক্ষত্রের কাছাকাছি অবস্থানই গ্রহটির অস্বাভাবিক আকৃতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, WASP-103b তার নিকটতম নক্ষত্র হতে মাত্র ২০ হাজার মাইল দূরে অবস্থিত। অপরদিকে, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব প্রায় ৯৩ মিলিয়ন মাইল।
পৃথিবী সূর্য ও সৌরজগতের অন্যান্য গ্রহকে প্রদক্ষিণ করতে এক বছর সময় লাগে। সূর্যের একটি আবর্তন সম্পূর্ণ করতে অন্তত কয়েক মাস কিংবা কয়েক বছর সময় লাগে। পক্ষান্তরে, কিছু এক্সোপ্ল্যানেট যা ‘গরম জুপিটার’ নামেই পরিচিত, সেগুলো তাদের নিজ নক্ষত্রকে কয়েক দিন কিংবা ঘন্টার মধ্যেই প্রদক্ষিণ করে। উল্লেখ্য যে, WASP-103b এর কক্ষপথের সময়কাল হলো মাত্র ২২ ঘন্টা।
জ্যাক লস্কর যিনি এই গবেষণা দলের একজন সহ-লেখক তিনি এক বিবৃতিতে বলেছেন, এটি অবিশ্বাস্য একটি বিষয়! অবশেষে চেওপস (CHEOPS) এই ক্ষুদ্র বিকৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
গবেষকরা ইএসএ এর চেওপস স্যাটেলাইট ছাড়াও নাসার হাবল ও স্পিটজার স্পেস টেলিস্কোপের ডেটার উপর নির্ভর করেই এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।