দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ওই দাঙ্গায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
দেশটিতে কিছুদিন পর পরই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটতে দেখা যায় বলে এক প্রতিবেদনে তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দেশটির কারাগারের ব্যবস্থাপনায় নিয়োজিত এসএনএআই সংস্থার একজন মুখপাত্র বলেছেন, সোমবার (৩ অক্টোবর) লালাচুঙ্গায় অবস্থিত কোটোপ্যাক্সি নং ১ কারাগারে দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হন এবং আহত হয়েছেন আরও ২০ জন।
দেশটির দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরের এই কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
ওই কারাগারটিতে ৪ হাজার ৩০০ বন্দী রয়েছে। এটি হলো দেশটির অন্যতম বৃহত্তম কারাগার। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী কারাগারগুলোতে থাকায় সেখানকার জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন। সে কারণে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটির কারাগারে দাঙ্গায় ৪ শতাধিক বন্দি নিহত হয়েছে। সেজন্য বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ ও মাদক পাচারের রুট নিয়ে বিভিন্ন গ্যাংয়কে দায়ী করে দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসোর সরকার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।