দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের বিহারের ৫টি গ্রামকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যে, যেখানে মানুষ এবং মাংসাশী জন্তুও নাকি একসঙ্গে সহাবস্থান করবে!
বাঘ এবং মানুষের একসঙ্গে থাকাকে কেন্দ্র করে বিহারের পশ্চিম চম্পারনের বাল্মীকি টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকায় এমন কিছু বিশেষ গ্রাম গড়ে তোলা হচ্ছে। যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানা ও নেপালের একটি সংস্থা একযোগে এই প্রকল্পটিতে অংশ নিচ্ছে।
যাতে মাংসাশী প্রাণীর সঙ্গে মানুষের সংঘাত মেটানো যায়, সেদিকটা লক্ষ রেখেই বিহারের ৫টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে এ প্রকল্পের জন্য।
জানা গেছে, বাল্মীকি-চিতবন, পরসা এলাকা জুড়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিহারের বন্য প্রাণী রক্ষার প্রধান কর্মকর্তা এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
নেপালের ‘ন্যাশনাল ট্রাস্ট ফর নেচার কনজারভেশন’ এবং যুক্তরাজ্যের ‘চেস্টার জু’ এই উদ্যোগ গ্রহণ করেছে। বিহারের বন বিভাগ ইতিমধ্যেই এই উদ্যোগকে সবুজ সংকেত দিয়েছে বলে জানা যায়।
যে কারণে এবার এই বিশেষ ৫টি গ্রামে একসঙ্গে বাঘ এবং মাংসাশী বন্য প্রাণীর সঙ্গে বসবাস করবে ওই এলাকার মানুষ। যাতে করে কোনো পক্ষেরই মৃত্যুভয় না থাকে সেদিকে খেয়াল রাখাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। শুধু তাই নয়, যাতে করে একটিও অপ্রীতিক কোনো কাণ্ড না ঘটে যায়, সেদিকেও খেয়াল রাখার দায়িত্ব রয়েছে এই সংগঠন এবং প্রশাসনের। সেদিক থেকে এই উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ।
এই বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, যাতে মানুষ এবং বন্য প্রাণী একসঙ্গে একযোগে এক জায়গায় থাকতে পারেন, তার জন্য চেস্টার জু বহুদিন ধরেই কাজ করে চলেছে। বহুদিন ধরে মাংসাশী জন্তুদের সঙ্গে মানুষের সংঘাত মেটাতে এই সংগঠনগুলো কাজ করে আসছে। তাদের কাছে মানুষ এবং বাঘের সংঘাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।