দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ইতোমধ্যে এন্ড্রয়েড নেক্সাস ৫ বাজারে বিক্রয় শুরু হয়ে গেছে, নেক্সাস ৫ এ রয়েছে গুগলের এন্ড্রয়েড সর্বশেষ ভার্সন কিটকেট ৪.৪। কিটকেটের জন্য তৈরি হয়েছে বেশ কিছু নতুন অ্যাপ। আজ আপনাদের কিটকেট অ্যাপ ডাউনলোড করার সরাসরি লিংক জানতে বিস্তারিত পড়ুন…
প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড ৪.৪ কিটকেট অবশেষে মুক্তি পেয়েছে আরেক প্রতীক্ষিত ডিভাইস গুগল নেক্সাস ৫-এর সঙ্গে। এর আগে গুগলের নেক্সাস ৪ বাজারে আসার পর প্রচুর জনপ্রিয়তা পায় ফলে নেক্সাস পরের ভার্সনের জন্য গ্রাহকদের মাঝে বিশেষ আগ্রহের কমতি ছিলনা।
গুগলের নতুন এন্ড্রয়েড কিটকেট ৪.৪ এর এমন কিছু বিশিষ্ট রয়েছে যা সত্যি আপনি পছন্দ না করে পারবেন না। এসব বিশিষ্টের মাঝে রয়েছেঃ Google Experience’ home launcher, সম্পূর্ণ নতুন stock email অ্যাপ, নতুন এবং আকর্ষণীয় ঘড়ি অ্যাপ, নতুন Google Calendar অ্যাপ, Hangouts v2.0, নতুন বিশিষ্ট নিয়ে Camera অ্যাপ, Gallery অ্যাপ , emojis প্রযুক্তির সাথে নতুন কি বোর্ড অ্যাপ ইত্যাদি। মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এ সকল অ্যাপ এক সাথে জীপ ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন এক ক্লিকে এখান থেকে।
ডাউনলোড লিংক
গুগল ইতোমধ্যে তাদের প্লে স্টোরে নেক্সাস ৫ নেয়ার জন্য উম্মুক্ত করে দিয়েছে তবে এটি পেতে হলে আপনাকে গুনতে হবে ৩৪৯ ডলার। নতুন নেক্সাস ৫-এ দেয়া হয়েছে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮০০। এতে রয়েছে ২গিগা বাইট র্যাম। নেক্সাস ৫-এর ডিসপ্লের আকার ৪.৯৫ ইঞ্চি, স্ক্রিন রেজুলেশন 1920×1080 ফুল এইচডি এবঙ পিক্সেল পার ইঞ্চি ৪৪৫। এখানে উল্লেখ্য গুগলের এই নেক্সাস ৫ খুবই সীমিত সংখ্যায় ছাড়া হয়েছে ফলে কিনতে চাইলে এখনই কিনে নিন। আর আপনি যদি নেক্সাস ৫ এর জন্য অর্ডার করে থাকেন এবং নেক্সাস ৫ হাতে পেতে অপেক্ষায় থাকেন তবে আপনার নেক্সাস ৫ এর জন্য অসাধারণ সব ওয়ালপেপার ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে।
ডাউনলোড লিংক
সূত্রঃ দি টেকজার্নাল