দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিন চলছে। আজ ঈশ্বরদীতে ১ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোর থেকেই দেশের সর্বত্র হরতালের সমর্থনে পিকেটিং চলছে। পিকেটিং করার সময় পুলিশের তাড়া খেয়ে ঈশ্বরদীতে আসাদুল নামে এক যুবক পুকুরে পড়ে নিহত হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী প্রতিনিধি। ্ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শহরে কোন দোকান-পাট খোলা নেই। একমাত্র সরকারি অফিস, ব্যাংক-বীমা ছাড়া কোন প্রতিষ্ঠান খোলা নেই। দূরপাল্লার কোন বাস ছাড়েনি। শহরে কোন রিক্সা ও অটো রিক্সাও চলছে না।
আজ রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেটিং এর চেষ্টা করা হয়েছে। যাত্রাবাড়ীতে পিকেটিং হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। মিরপুরে পিকেটিং হয়েছে। তবে পুরো রাজধানী জুড়ে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা ছিল অন্য সময়ের চেয়ে বেশি। ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব মোতায়েন রয়েছে রাজধানীতে। পুলিশ সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।
গতকাল সোমবার দিনব্যাপী রাজধানীসহ সারাদেশে হরতাল সমর্থকরা ভাংচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতা চালিয়েছে। চোরাগোপ্তা কায়দায় রাজধানীর বিভিন্ন সড়কে ককটেল নিক্ষেপ, হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে হরতার সমর্থকরা। এছাড়াও যাত্রী থাকা বাসে অগ্নিসংযোগের মতো পাশবিক ঘটনাও ঘটিয়েছে তারা।
গতকাল সোমবার রাতে উত্তরায় পিকেটারদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক দম্পতি আহত হন। ঝলসে গেছে স্ত্রী আফরোজার মুখের ডান পাশে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভার্তি করা হয়েছে। অপরদিকে সন্ধ্যায় সাভার বাজার এলাকায় যাত্রীবাহী বাসে আগুন লাগিয়েছে পিকেটাররা। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। রাত ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসেও আগুন দিয়েছে হরতাল সমর্থক পিকেটাররা।
উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি’র নেতৃত্বাধীন এই ৩য় সপ্তাহের হরতালের ৩য় দিন আজ। রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার খবর আসছে।