দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ RAM এর কোনো সমস্যা হলে আমরা সাধারণত কেসিং খুলে RAM চেক করি, যেটা বেশ ঝামেলাযুক্ত একটা কাজ। কেসিং না খুলেও কীভাবে RAM চেক করবেন আজকের টিউটরিয়ালে সেটিই দেখানো হবে।
যদি সফটওয়্যার ব্যবহার করতে না চান তবে আপনার পিসিতে রান কমান্ড দিয়েই জেনে নিতে পারবেন কোন স্লটে কি পরিমাণ র্যাম ইউ করতে পারবেন। কীবোর্ড থেকে win_key+r চাপুন এরপর cmd লিখে এন্টার চাপুন
এরপর যে উইন্ডো আসবে তাতে wmic MEMORYCHIP get BankLabel,DeviceLocator,Capacity,Tag এই কমান্ডটি লিখুন
এবার Enter চাপুন। দেখতে পাবেন কোনো স্লটে কি পরিমাণ RAM ব্যবহৃত হচ্ছে।
যারা এতো ঝামেলায় না গিয়ে শুধু সফটওয়্যার ক্লিকের মাধ্যমেই জেনে নিতে চান তারা এখান থেকে CPU-Z সফটটি ডাউনলোড করে স্বাভাবিক নিয়মে ইন্সটল করে ফেলুন। এরপর সফটটি চালু করুন SPD ট্যাবটি ক্লিক করলেই আপনি কোন স্লটে কি পরিমাণ র্যাম ব্যবহার করছেন সেটি দেখতে পাবেন। নীচের ছবি দেখুন
এটি সেভ করতে চাইলে সফট উইন্ডোটির নিচে Tools এর ড্রপ ডাউন মেন্যু থেকে Save Report as.TXT সিলেক্ট করুন এবং আপনার পিসিতে সেভ করে রাখুন।
আপনার কাছে আরও কোনো পদ্ধতি জানা থাকলে আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে।
তথ্যসূত্রঃ HowToGeek