দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ফোনে দীর্ঘদিন ধরে প্লে স্টোর থেকে নানান অ্যাপ দেখা এবং ডাউনলোড করার ফলে এতে অসংখ্য সার্চ হিস্টোরি যুক্ত হয়। জা আপনার ডিভাইসে বিরক্তির কারণ হতে পারে। আজ আমি দেখাবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরের সার্চ হিস্টোরি বাদ দিয়ে দিতে পারবেন।
অনেক দিন ধরে গুগল প্লে স্টোরে সার্চ কওরে অ্যাপ ইন্সটল করতে করতে আপনার ডিভাইসে অনেক হিস্টোরি জমে যায়। এতে কওরে নতুন কিছু সার্চ করতে গেলে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে সার্চ হিস্টোরি দেখা যায়। আপনি চাইলেই এই বিরক্তিকর জিনিস বাদ দিয়ে দিতে পারবেন। এর জন্য ধাপে ধাপে নিচের পদ্ধতি অনুসরণ করতে থাকুন।
১) প্রথমে আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে প্রবেশ করুন।
২) হাতের বাম দিকে মেন্যু তে ক্লিক করুন।
৩) এখান থেকে সেটিংস ক্লিক করুন।
৪) এখান থাকা “Clear Search History” তে ক্লিক করুন।
৫) এবার আবার ফিরে আসুন অ্যাপ অংশে এবং এখানে সার্চ ঘরে ক্লিক দিলে দেখতে পাবেন আপনার আগের সার্চ করা সব বিরক্তিকর হিস্টোরি গায়েব হয়ে গেছে।
কেমন লাগলো সংক্ষিপ্ত এই টিউটোরিয়াল? মন্তব্য করে আপনার প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে আমাদের জানান। আমরা আপনাকে সাহায্য করতে সদা সচেষ্ট।