দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হরতাল আর অবরোধ এমন এক সহিংসতায় রূপ নিয়েছে যে মানবিকতার ছিটেফোটাও নেই মানুষের মধ্যে। গতকালে সন্ধ্যায় শিশু পার্কের সামনে ঘটে গেলো এমনই এক বিভৎস্য অগ্নিকাণ্ডের ঘটনা। এ ঘটনায় অন্তত ১৯ যাত্রী দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু ঘটেছে।
শাহবাগের শিশুপার্কের সামনে যাত্রীবাহী একটি বাসেপ পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই ব্যাংক কর্মকর্তাসহ পুলিশ, নারী ও শিশু রয়েছে। অগ্নিদগ্ধরা হলেন- আবু তালহা (৪২), রবিন (৪২), ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বংশাল শাখার কর্মকর্তা শহীদুল ইসলাম (৩৭), রূপালী ব্যাংক শ্যামবাজার শাখার সিনিয়র অফিসার মাসুমা খাতুন (২৫), বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহাঙ্গীর, শামীম (২৫), গীতা সেন (৪৫) ও তার শিশু কন্যা একুশে টিভির মুক্তখবরের সাংবাদিক সুস্মিতা, আমজাদ (৪২), পুলিশের হাবিলদার নুরুন্নবী (৪২), রিয়াদ, নাহিদ, আব্দুর রাজ্জাক, রাহাজুল, খোদেজা, নাসরিন ও চালকের সহকারী হাফিজুল ইসলাম। এ ঘটনায় মারাত্মক আহত মাদারিপুরের স্কুলের দশম শ্রেণীর ছাত্র নাহিদ মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের চিকিৎসা চলছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্তত ১০ জন। একের পর এক ঘটনায় মানুষ দগ্ধ হচ্ছে অথচ আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে কোন প্রতিক্রিয়া নেই। একে অপরকে দোষারোপ করার মধ্যেই তাদের রাজনীতি সীমাবদ্ধ রয়েছে। এ ধরণের অমানবিক কাজ থেকে বিরত না হলে এদেশের সাধারণ মানুষ একদিন এদেশের রাজনীতিবিদদের যেমন সমর্থন করেছেন ঠিক তেমনি তাদের ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত করবেন।