দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আশরাফ-ফখরুল বৈঠক বসেছে জাতিসংঘের দূত তারানকোর উপস্থিতিতে। আর এই বৈঠক চলছে বারিধারার একটি বাড়িতে।
দেশের চলমান সংকট সমাধানে ঢাকায় সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নানদেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে বৈঠক চলছে। সংবাদ মাধ্যম এমন খবর দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার পর ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বারিধারার ৭ নম্বর রোডের ২৮ নম্বরের বাড়িতে তারা বৈঠকে বসেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। তবে দুই দলের মধ্যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে বা হচ্ছে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, জাতিসংঘের বিশেষ দূত তারানকো আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বেন। এর আগে তিনি ব্রিফিং করবেন সাংবাদিকদের। মনে করা হচ্ছে, দুই দলের সাধারণ সম্পাদক পর্যায়ের আজকের এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। দেশে বর্তমানে রাজনৈতিক সংকটের কারণে এক অচলাবস্থা চলছে।