দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ. এম. এরশাদকে আজ রাতে গ্রেফতার করা হয়েছে। যদিও র্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াত সাংবাদিকদের বলেছেন তাকে গ্রেফতার করা হয় নি, অসুস্থ হয়ে পড়ায় তাকে সিএমএইচ এ নেওয়া হয়েছে।
রাত পোনে ১২ টার সময় বারিধারার বাসা থেকে গ্রেফতার করে র্যাব-১ এর গাড়িতে করে সেনানিবাসের দিকে নেওয়া হচ্ছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। তবে তাকে কি কারণে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।
আপডেট: “এরশাদ অসুস্থ হয়ে পড়ায় তাকে সিএমএইচ এ নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয় নি” – র্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াত সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। তবে এক্সক্লুসিভ ভিডিওতে এরশাদ মোটেও অসুস্থ মনে হই নি।
এদিকে এরশাদ গ্রেফতারের খবরে গভীর রাতে রংপুরে বিক্ষোভ শুরু হয়েছে।