দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ ফর ডেমোক্রেসি’র আজ দ্বিতীয় দিনেও হাইকোর্ট প্রাঙ্গনে আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ঘণ্টাখানেক আগে শুরু হওয়া এই সংঘর্ষ এখনও চলছে।
গতকাল সংঘর্ষের পর আজ সকাল থেকেই আইন শৃংখলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিলেও ১১টার দিকে হঠাৎ করেই যেনো পুরো হাইকোর্ট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে গেটের বাইরে আওয়ামীলীগ, অপরদিকে ভেতরে বিএনপি ও জামায়াত এই তিনপক্ষই এখন মারমুখি। ধাওয়া পাল্টা ধাওয়া এভাবেই এক রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো হাইকোর্ট এলাকা। পুলিশ চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
উল্লেখ্য, গতকাল বিএনপি সমর্থিত আইনজীবিরা হাইকোর্টের বাইরে বের হতে চাইলে পুলিশ গেট আটকে তাদের বাধা দেয়। পরে সরকার সমর্থিত সংগঠনের লোক জন লাঠি নিয়ে ভেতরে প্রবেশ করে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় একটি মোটর সাইকেলে তারা আগুন ধরিয়ে দেয়।