দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ রাজশাহীতে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা নাসিমের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কারও কোন ক্ষতি হয়নি।
নির্বাচনী প্রচারণায় যাবার পথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়িবহর লক্ষ্য করে কে বা কারা বোমা হামলার হামলা চালায়। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এ ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমির কাছে। মোহাম্মদ নাসিম এবং রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ নেতৃবৃন্দ চারঘাটে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রার্থী বর্তমান এমপি শাহরিয়ার আলমের নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, নাসিমের গাড়িবহর লক্ষ্য করে পর পর দু’দফা বোমা হামলা হয়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অপরদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, বিএনপি ও জামায়াত এ হামলা চালিয়েছে।