দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের প্রধান স্থল বন্দর বেনাপোল থেকে বেশ কয়েকদিন কোন যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে না আসলেও বৃহস্পতিবার বিকেলে পুলিশ পাহারায় বেশ কয়েকটি বাস ঢাকায় উদ্দেশ্যে বেনাপোল ছেড়ে এসেছে।
বেনাপোল থেকে জানা যায় বেনাপোলে ভারত ফেরত বেশ কিছু বাংলাদেশি নাগরিক আটকা পড়ে ছিলেন তারা কোন রকম যোগাযোগ ব্যবস্থা না থাকাতে বেনাপোলেই অবস্থান করছিলেন ফলে তাদের পোহাতে হচ্ছিল চরম দুর্ভোগ, ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি পড়লে পুলিশ পাহারায় পাঁচটি বাস ছাড়া হয়।
বেনাপোল থেকে টানা ৮ দিন কোন দূর পাল্লার বাস ছাড়েনি, মূলত নিরাপত্তার অভাবে বাস কোম্পানিরা কোন বাস ছাড়তে সাহস করেননি, বেনাপোল থেকে বৃহস্পতিবার ছেড়ে আসা ৫ টি বাসের মাঝে ৪ টিই হচ্ছে সোহাগ পরিবহন লিমিটেডের এবং একটি বাস ঈগল পরিবহনের।
স্থানীয় ঈগল পরিবহনের কাউন্টার প্রধান মিডিয়াকে জানান, রাস্তায় নিরাপত্তা না থাকাতে শ্রমিক ইউনিয়নের নির্দেশে তারা কোন বাস ছাড়েননি তবে এখন প্রশাসন নিরাপত্তা দেয়াতে তারা বাস ছেড়েছেন।
এদিকে দীর্ঘ সময় কোন বাস ঢাকা কিংবা দেশের অন্য কোন গন্তব্যের উদ্দেশ্যে না আসাতেছে বেনাপোলে ভারত ফেরত যাত্রীরা জানাচ্ছেন তাদের অভিযোগের কথা, ভারত থেকে আসা বাংলাদেশি নাগরিক আবুল কালাম আজাদ বলেন বুধবারে ভারত থেকে এসেও আমরা ঢাকা যাওয়ার কোন বাস পাচ্ছিলাম না, এখানে আমাদের চরম দুর্ভোগ পহাতে হচ্ছিল আমরা জানতামও না যে ঠিক কবে আমরা ঘরে ফিরতে পারব, তবে প্রশাসনের নিরাপত্তায় বাস ছাড়াতে মোটামুটি নিশ্চিন্ত হলাম তবে ঢাকা পৌঁছালেই আমরা স্বস্তি পাব।
অন্যদিকে বেনাপোল থানার ওসি বলেন,”এখানে বেশ কিছু ভারত ফেরত পর্যটক আটকা পড়াতে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলে দুই পক্ষের মিলিত চেষ্টায় এসব যাত্রীকে ঢাকা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি।