দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের আজ সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না পেয়ে তা স্থগিত করেছে বিএনপি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সমাবেশ আজ সোমবার বিকালে হওয়ার কথা ছিল। এই সমাবেশ রবিবার হওয়ার কথা থাকলেও বই মেলার জন্য তা পিছিয়ে আজ সোমবার করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ডিএমপি এই সমাবেশের অনুমতি দেয়নি বিধায় সমাবেশ স্থগিত করেছে বিএনপি। তবে আজ ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। জানা যায়, রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদ্ভূত পরিস্থিতিতে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, অনুমতি না পাওয়া, ইজতেমা এবং বইমেলায় প্রধানমন্ত্রীর কর্মসূচির কারণে দুই দফায় এ সমাবেশ পেছানো হয়। প্রথম দফার ঘোষণা অনুযায়ী গত শনিবার সমাবেশ হওয়ার কথা ছিল। সেদিন প্রধানমন্ত্রীর বইমেলা উদ্বোধনের কারণে একদিন পিছিয়ে রোববার করার কথা ঘোষণা করা হয়। আবার রোববার বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতের কারণে আবার একদিন পেছানো হয় এবং আজ সোমবার বিকালে সমাবেশ হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।