দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জেনারেল মঞ্জুর হত্যা মামলার বিচারক পরিবর্তন হওয়ায় ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা অনিশ্চিত হয়ে পড়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারি মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মামলার অন্যতম আসামি হওয়ায় এই রায় নিয়ে দেশজুড়ে রয়েছে ব্যাপক আলোচনা। কিন্তু হঠাৎ করে বিচারক পরিবর্তন হওয়ার ফলে রায় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই মামলার নতুন বিচারক খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, আগের বিচারক হোসনে আরা আক্তার পরিবর্তন হওয়ায় ১০ ফেব্রুয়ারি রায় ঘোষণা অনিশ্চিত। নতুন বিচারক মামলা সম্পর্কে কিছুই জানেন না। সেক্ষেত্রে রায় নির্ধারিত সময়ে হবে কিনা সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট আইনজ্ঞরা মনে করছেন।