দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপনির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত।
এই উপ-নির্বাচনে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩২৮ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। প্রয়াত সাংসদের ছেলে অনুপম শাহজাহান (নৌকা) নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবদুল মালেক নামে আওয়ামী লীগের অপর এক নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে হরিণ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী লড়ছেন বাইসাইকেল মার্কা প্রতীক নিয়ে এবং অপর স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী লিয়াকত আলী মোরগ মার্কা প্রতীক নিয়ে লড়ছেন টাঙ্গাইল-৮ আসনে।
এই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীর মনোনয়ন আগেই বাতিল হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহানের ২০ জানুয়ারি মারা গেলে আসনটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। পরে এই টাঙ্গাইল-৮ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।